এম এম মুজাহিদ উদ্দীন

এম এম মুজাহিদ উদ্দীন

জন্মেছেন নব্বই দশকে আগস্ট মাসের ১৭ তারিখে। গ্রাম এবং শহর উভয় জায়গাতেই পড়াশোনা ও বেড়ে ওঠার সুবাদে খুব কাছ থেকে দেখেছেন গ্রাম এবং শহরের পার্থক্য। পত্রিকা, ম্যাগাজিন আর বই পড়তে পড়তে খুব ছোটবেলা থেকেই ছাপা অক্ষরে নিজের নাম দেখার তীব্র বাসনা থেকেই ছোটবেলায় ডাকযোগে অনেকবার লেখা পাঠিয়েছেন পত্রিকা অফিসে। সেসব লেখা পত্রিকা অফিসে পৌঁছাতো কিনা তাও জানেন না। তবুও আশা ছাড়েননি। ভর্তি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই পত্রিকায় লেখালেখি শুরু। কয়েকমাসের জন্য করেছেন ক্যাম্পাস সাংবাদিকতাও। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেই একটি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। পেশায় শিক্ষক হলেও নেশায় তিনি একজন লেখক। দেশের প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে তার লেখা নিয়মিত প্রকাশিত হয়। এখন পর্যন্ত এক হাজারেরও অধিক কলাম এবং ফিচার দেশের প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে। তিনি মূলত ক্যারিয়ার, শিক্ষা, অনুপ্রেরণা, ভ্রমণ ও সাহিত্য বিষয়ক ফিচার লিখে থাকেন। অনলাইন এবং অফলাইনে তরুণদেরকে অনুপ্রেরণা ও পরামর্শ দেন নিয়মিত। এছাড়াও তিনি নিয়মিত বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করেন। তার রচিত ও সম্পাদিত বইগুলো ব্যাপক পাঠকপ্রিয় হয়েছে। তার রচিত ও সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো; ভাইভা বোর্ডের মুখোমুখি, মুজাহিদ'স ভাইভা সাজেশন, ব্যাংকার'স ভাইভা বোর্ড। 

এম এম মুজাহিদ উদ্দীন এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon